ভোলা সদর উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোশারেফ হোসেন এর জন্মদিনে বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছা।।
আশরাফুর রহমান ইমামঃ ভোলা সদর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন এর জন্মদিনে ভোলার রাজনৈতিক সামাজিক সহ বিভিন্ন সংগঠন ও পেশাজীবি মহলের ফুলেল শুভেচ্ছা।
ভোলা জেলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মরহুম হাসিম পাটাওয়ারির এর ছেলে ভোলা সদর উপজেলা পরিষদের দুই
বারের নির্বাচিত সফল জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব মেশারেফ হোসেন ৬৩ তম জন্মদিন পালিত।
১১ /০২/১৯৫৮ ইং সালের এই দিনে এই প্রতিভাবান জনপ্রতিনিধি মোশারেফ হোসেন কাচিয়া ইউনিয়নে জন্মগ্রহন করেন।
তার জন্মদিনে বিভিন্ন রাজনৈতিক নেতা, সমাজ কর্মি ও সাংবাদিক বন্ধুরা জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় মোশারেফ হোসেন আবেগ জরিত কন্ঠে বলেন, মহান করুনাময় আল্লাহর অশেষ রহমতে ভোলার অভিভাবক বাংলার জীবন্তকিংবদন্তী ৬৯ এর মহানায়ক আমার প্রিয় নেতা তোফায়েল আহমেদ এমপি মহোদয় ও আপনাদের ভালোবাসায় আজ এই পর্যান্ত আমার আশা।
বাকি জীবনটা যেন মানুষের কল্যানে কাজ করতে পারি সে জন্য সবার কাছে আবারো আমার জন্মদিনে দোয়া কামনা করি।
দোয়া করবেন আমি যেন আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে সব সময় আপনাদের পাশে থাকতে পারি।
মোশারেফ হোসেন মশু তিনি বর্তমানে দুই সন্তানের জনক। তার শিক্ষাগত যোগ্যতা বিএ পাশ।
আলহাজ্ব মোশারেফ হোসেন মশুর রাজনৈতিক এর বর্ণাঢ্য জীবন।
রাজনীতির সময়কালঃ
★★১৯৭২ সালে ছাত্রলীগের খরকী হাই স্কুলের ছাত্র সংসদের জি এস এবং ১৯৭২ সালে ঢাকা সরোয়ারদী উদ্যানে ছাত্রলীগের সম্মেনে জনাব নুরে আলম সিদ্দিকী,আবদুল কুদ্দুস মাকন,আ স ম আঃ রব ও শাহাজান সিরাজের নেতৃত্বে সম্মেলন তৎকালিন অংশগ্রহন করেছিলেন।
★★১৯৮০-১৯৮৬ সাল পর্যান্ত ভোলা জেলা আ”লীগের ট্রেজারার পদে দায়িত্ব পালন করেছিলেন।
★★১৯৮৭ সালে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন পরিষদ থেকে ৫ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
★★১৯৯৬-২০০৫ সাল পর্যান্ত ভোলা সদর উপজেলা আ”লীগের দায়িত্ব পালন করেছিলেন।
★★২০০৫-২০১২ সাল পর্যান্ত জেলা আ”লীগের ১ নং যুগ্ন সাধারন সম্পাদক ছিলেন।
★★২০১২ থেকে অদ্য পর্যান্ত ভোলা সদর উপজেলা আ”লীগের সভাপতি পদে থেকে দায়িত্ব পালন করতেছেন।
★★২০১৪ সাল থেকে বর্তমান পর্যান্ত খুব সু নামের সাথে ভোলা সদর উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত থেকে জনগনের সেবা করে যাচ্ছেন।
এছাড়াও সামাজিক সংগঠন সহ অন্যান্য স্কুল মাদ্রাসা কমিটির সভাপতি সহ ভোলা জেলা রেডক্রিসেন্টের আজীবন সদস্য, হিসেবে ন্যায় নিষ্টার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া ও তিনি বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে সকলের কাছে সু পরিচিত।
মোশারেফ হোসেন মশু ভোলা ১ আসনের এমপি তোফায়েল আহমেদ মহোদয়ের অত্যান্ত স্নেহ ও আর্শিবাদ এবং ভোলা সদর উপজেলার প্রতিটি জনগনের ভালোবাসা ও দোয়া নিয়ে তিনি করোনা কোভিট(১৯) এর ভিতরে ও পরিবার পরিজন ঢাকায় রেখে প্রতিদিন উপজেলায় অফিস করে যাচ্ছেন এবং খবরা খবরা রাখছেন উপজেলার ১৩ টি ইউনিয়নের জনগনের।
আলহাজ্ব মোঃ মোশারেফ হোসেন মশু তিনি তার এক বার্তায় তার শুভক্ষনে সকলের কাছে তার ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেছেন।