ভোলায় ৪০০ (চারশত) পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

 

মোঃ পারভেজ ভোলা প্রতিনিধি,,

ভোলা সদর উপজেলা ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জ পট্টি ১নং ওয়ার্ড কাবিল হাওলাদার বাড়ি ও বাপ্তা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড থেকে মাদক ব্যবসায়ী আরশাদ আলী (৩২) (বাস ড্রাইভার) পিতা কাবিল হাওলাদার মোঃ বাবু (৩৪) পিতা মৃত আব্দুল খালেকে জনাব মোঃ শহীদুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার নেতৃত্বে গতকাল মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ০২:০৫ ঘটিকায় এস আই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান ও সংগীয় অফিসার ফোর্স, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা মাদক অভিযান পরিচালনা করিয়া ৪০০ (চারশত) পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়। এলাকার সূত্রে জানা যায় মাদক ব্যবসায়ী মোঃ বাবু ও আরশাদ আলী দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত ও এলাকায় মাদক ব্যবসা ইভটিজিং সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলিয়া জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।