দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীরা বিজয়ী

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

বিশেষ প্রতিনিধি।

ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন। তারা পরপর তিনবার নির্বাচিত হলেন।

বোরহানউদ্দিনে ৭ হাজার ১০৪ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মো. রফিকুল ইসরাম। তার নিকটতম প্রার্থী ছিলেন ধানের শীষ প্রতীকের মো. মনিরুজ্জামান কবির। তিনি পেয়েছেন ৬৬৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম পেয়েছেন ২৪১ ভোট।

বোরহানউদ্দিন পৌর নির্বাচনে বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডে মো. হারুন অর রশিদ, ২নং ওয়ার্ডে মো. সেলিম রেজা, ৩নং ওয়ার্ডে মো. মিরাজ পাটোয়ারী, ৪নং ওয়ার্ডে মো. সালাউদ্দিন পঞ্চায়েত, ৫নং ওয়ার্ডে মো. ইবনে মাসুদ সোহাগ, ৬নং ওয়ার্ডে মো. জোহেব হাসান, ৭নং ওয়ার্ডে মো. তাজউদ্দিন খান, ৮নং ওয়ার্ডে মো. কামাল হোসেন, ৯নং ওয়ার্ডে মো. ইউছুপ।

অপরদিকে দৌলতখানে মো. জাকির হোসেন তালুকদার ৫ হাজার ৮৩০ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচত হন। তার নিকটতম বিএনপি দলীয় প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ৮৪০ ভোট। রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিন আল মামুন বেসকারিভাবে ফলাফল ঘোষণা করেন। শনিবার রাত ৮টার দিকে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন।

এছাড়া দৌলতখান পৌরসভায় কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন, ১নং ওয়ার্ডে মোঃ সিরাজ, ২নং ওয়ার্ডে মোঃ আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ডে মোঃ হাসান মাহমুদ, ৪নং ওয়ার্ডে এস এম নুরুল ইসলাম, ৫নং ওয়ার্ডে ফয়জুল্লাহ ফয়েজ, ৬নং ওয়ার্ডে মোঃ জাকির হোসেন, ৭নং ওয়ার্ডে মোছলেহ উদ্দিন, ৮নং ওয়ার্ডে নুরে আলম ফরাজি, ৯নং ওয়ার্ডে মোঃমিজানুর রহমান রিপন। সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে সালমা বেগম, ৪,৫ ও ৬নং ওয়ার্ডে নাহিদা পারভিন, ৭,৮ ও ৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আমেনা বেগম।

দৌলতখান পৌরসভায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১২হাজার ৬০৬জন। এছাড়াও নির্বাচনী পরিবেশ নির্বিঘ্ন রাখতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো প্রশংসনীয়।
রোমানুল ইসলাম সোহেব