পৈত্রিক সম্পত্তি কে কেন্দ্র করে গর্ভধারিনী মায়ের ওপর ছেলের হামলা
পৈত্রিক সম্পত্তি কে কেন্দ্র করে গর্ভধারিনী মায়ের ওপর ছেলের হামল
আশরাফুর রহমান ইমনঃ
ভোলার ব্যাংকের হাট ১ নং ওয়ার্ড হানিফ মেম্বার বাড়ি পৈত্রিক সম্পত্তি কেন্দ্র করে নিজ গর্ভবতী মায়ের উপর হামলা,ও নিজের আপন ছোট ভাইয়ের উপর অমানুষিক নির্যাতন এর অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতি বার ( ১০ জানুয়ারি ) সন্ধ্যা ১১:২০ ঘটিকার সময় শেখ সাদী (৩৩) এর নেতৃত্বে আপন মা ও আপন ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগ সুত্রে জানা যায়, তার ভাইকে তার বাবা জীবিত থাকাকালীন তাকে জমি, দিয়ে যান, তার সব ছেলে জমি থেকে বঞ্চিত হবে বলে, তার সব ছেলেকে অংশ হারে জমিন উইল করে দিয়ে যান, হক সেলিমকে জে জমিন তার বাবা দিয়ে যান তার জমিন অন্য লোকের কাছে বিক্রি করে ফেলো, সে বর্তমানে নিয়েছে বাড়িতে বসবাস করেন, সে বাড়িটা বাবার অংশ হিসেবে তার ছোটভাই আবুল বাশার পান সে জমি জোরপূর্বক তার বড় ভাই শেখ সাদী জোরপূর্বক দখল করছে, তার ছোট ভাই ও তার মা এই জমি তার ছোট ভাই আবুল বাশারকে ছেড়ে দিতে বললে তখন তার মা ও ভাই এর ওপর শেখ সাদী (৪৫) নেতৃত্বে তার ছেলে ইসমাইল (২৮) মানসুর (২০) মামুন (১৫) তার বউ সুব্রা খাতুন (৪০) তার মেয়ে তানিয়া (৩২) তার পুতের বউ ফেরদাউস (২২) এদের নিয়ে আতঙ্কিত হামলা চালান।
ভুক্তভুগী ছেলের মা বিবি আছিয়া খাতুন,ও ছেলের ভাই আবুল বাশার, বলেন পূর্ব থেকেই তাদের সাথে বিভিন্ন কারনবসত ঝগড়া ও হুমকি দিয়ে আসতো, এ বিষয়ে তারা অভিযোগ জানাইভেতরের ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম, কে ও ১ নং ওয়ার্ডের মেম্বার আবুল বাশার, ও এলাকার গণ্যমান্য ব্যক্তি সুমন হাওলাদার, তার ছেলে শেখ সাদী এর অত্যাচার থেকে বাঁচার জন্য সাবেক বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এর শরণাপন্ন হতে চান ও ভোলা জেলা এসপি সরকার আহমেদ কাউছার এর সহায়তা চান