ভোলা সদর মডেল থানার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি।
মো: এনায়েত হোসেন , অফিসার ইনচার্জ,ভোলা সদর মডেল থানা , ভোলা এর সভাপতিত্বে অদ্য ০ ২/০২/২০২১ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে অনুষ্টিত নারী, শিশু, নাঈ ও প্রতিবন্ধী হেল্পডেস্ক এর কার্যক্রম বেগবান করার লক্ষ্যে ভোলা সদর থানা এলাকার সরকারী ও বেসরকারী সংস্থার সমন্বয়ে অংশগ্রহণ মূলক একটি সভার কার্যবিবরণী।
সভায় উপস্থিত অফিসারের নাম ও পদবী (জোষ্ঠতার ভিত্তিতে মহে)
১। জনাব, মো: মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ভোলা ।
২। জনাব, মো: এনায়েত হোসেন, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ভোলা ।
৩। জনাব, মো: আক্তার হোসেন , জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, ভোলা ।
৪। জনাব, মো: আরমান হোসেন , পুলিশ পরিদর্শক (তদন্ত) ভোলা সদর মডেল থানা, ভোলা ।
৫। জনাব, মিহির কুমার পাইন, উপজেলা প্রভেশন অফিসার, ভোলা ।
৬। জনাব, ডা: মো: সাইদুর রহমান , কনসালটেন্ট (ফিজিও থেরাপি )
, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, ভোলা ।
৭। জনাব, মো: হরিচান বেপারী , প্রতিনিধি , শিশু পরিবার (বালিকা) ভোলা ।
৮। জনাব, লায়লা আরজুমান জানু, অর্থ সম্পাদিকা, বাংলাদেশ মহিলা পরিষদ, ভােলা ।
৯। জনাব, বিলকিছ জাহান মুনমুন, নারী পক্ষ, ভোলা ।
১০। জনাব, মো: মিজানুর রহমান, প্রতিনিধি, কোস্ট ট্রাষ্ট
১১। জনাব, মো: জাকিরুল হক, ভোলা চিলড্রেন সোশ্যাল স্কুল, ভোলা ।
১২। জনাব, মো: হোসেন, মানবাধিকার কর্মি,সেক্রেটারী , সুজন, ভোলা জেলা কমিট
১৩। জনাব, মো: মোস্তাফিজুর রহমান মিশুক, চাইল্ড প্রটেকশন অফিসার, ভোলা ।
১৪। সালাউদ্দিন আহাম্মেদ , বৃদ্ধা নিবাস ,নিজাম হাসিনা ফাউন্ডেশন, ভােলা।
১৫। জনাব, মেহেরুন নেছা , প্রশিক্ষক ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাযালয় , ভোলা ।
১৬। জনাব, রিমা মজুমদার, উপ পুলিশ পরিদর্শক, ভোলা সদর মডেল থানা, ভোলা ।
১৭। নারী কং/৮৬৯ , পিংকি আক্তার
১৮। ,,/৮৪১ সুমাইয়া
১৯। ,,/৩৮৯ মাধুরী গাইন
সভাপতি মহোদয় সূচনা বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। তিনি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্পডেস্ক বেগবান করার লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা মূল্য পরামর্শ প্রদান করেন।
সভায় উপস্থিত সদস্যগণকে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্পতে বেগবান করার লক্ষ্যে নিম্নবর্ণিত নিদের্শনাবলী প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়।
১ থানায় আগত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সর্বোচ্চ অগ্রাধীকার ভিণ্ডিত সেবা প্রদান করা হচ্ছে।
২। সভায় আত সরকারী বেসরকারী সংস্থার ব্যক্তিবর্গের নিকট কোন নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী আইনী পরামর্শের জন্য গেলে তাদেরকে থানায় সর্বোচ্চ সেবা প্রদানের বিষয়ে অবগত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইয়াছে ।
৩। থানা এলাকায় কোন প্রকার বাল্য বিবাহ, নারী নির্যাতন ও যৌতুকের ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা দেখলে তাৎক্ষনিক থানাকে অবহিত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত জনাব, মো: মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ভোলা তাহার বক্তব্যে বলেন যে, বাংলাদেশ পুলিশ নারী শিশু প্রতিবন্ধী ও বয়স্কদের সামাজিক সুরক্ষায় কাজ করে যাচ্ছে ইতিমধ্যে আমাদের নারী শিশু ও বয়স্ক প্রতিবন্ধী হেল্প ডেক্স কার্যক্রম চালু হয়েছে । ৯৯৯ এর ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বিষয়গুলোকে আরো গতিশীল করার জন্য সকলের সমন্বয় একসাথে কাজ করার আহ্বান জানান ।
বিশেষ অতিথি জনাব মোঃ আক্তার হোসেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তার বক্তব্যে বলেন বর্তমান সরকার নারী ও শিশু প্রতিবন্ধী বয়স্কদের সামাজিক সুরক্ষায় কাজ করে যাচ্ছে । বর্তমান সরকারের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় শিশু একাডেমী শিশুদের শারীরিক মানসিক বিকশিত করার জন্য কাজ করে যাচ্ছে । ভবিষ্যতের সকলে একযোগে কাজ করলে এধরনের কাজ আরও ত্বরান্বিত হবে এবং সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান ।
বিশেষ অতিথি জনাব ডাক্তার মোঃ সাইদুর রহমান, কনসালটেন্ট ফিজিওথেরাপি প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভোলা তার বক্তব্যে জানান যে প্রতিবন্ধী ,বয়স্কদের সামাজিক সুরক্ষা জেলা প্রতিবন্ধী বিষয়ক কার্যালয় কাজ করে যাচ্ছে এ ক্ষেত্রে নারী শিশু ও বয়স্ক প্রতিবন্ধী তাদের মনোসামাজিক চিকিৎসার মাধ্যমে সকল সমস্যা সমাধান করা সম্ভব ।
নারীপক্ষের নেত্রী জনাব বিলকিসজাহান মুনমুন তার বক্তব্যে উল্লেখ করেন যে ভোলা একটি উপকূলীয় জেলা । এখানে নারীদের নানা সমস্যার মধ্যে প্রতিকূলতার মধ্যে জীবন-যাপন করতে হয় । সমাজে নারীরা ভাল থাকলে, সবাই ভালো থাকবে । যদি কোন নারী নির্যাতিত হয় ,ভোলা জেলায় নারীদের জন্য নিরাপদ স্থান বা সেইফ হোম/ ভিকটিম সাপোর্ট সেন্টার নাই । তিনি ভোলা জেলায় নারীদের জন্য একটি নিরাপদ হেফাজত স্থান তথা নারীদের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টার প্রয়োজন বলে মনে করেন ।
মানবাধিকার কর্মী জনাব মোঃ হোসেন বলেন শিশুদের অধিকার সুরক্ষায় তার প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে । ভোলায় মহিলাদের সুরক্ষার একটি ভিকটিম সাপোর্ট সেন্টার খুব প্রয়োজন এবং সবাই একত্রে কাজ করলে এর থেকে উত্তোলন করা সম্ভব । তিনি তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে, গৃহকর্মী নির্যাতন রোধে আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে। শিশু বয়সে শিশু শ্রম রোধে কাজ করতে হবে । তাছাড়া বয়স্ক গৃহকর্ত্রী-গৃহকর্মী দ্বারা নির্যাতন না হয় সেদিকে লক্ষ রাখতে হবে ।
হ্যালো চাইল্ড প্রোটেকশন অফিসার ভোলার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মিশু তার বক্তব্যে বলেন যে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই শিশুদের কে পেছনে ফেলে আমরা ভবিষ্যতে আগাতে পারবো না শিশুদের কে তাদের অধিকার সুরক্ষায় উপস্থিত সকলকে ১০৯৮ এ কল করার আহ্বান জানান ।
অনুষ্ঠানে সকলের বক্তব্য শেষে সভাপতি ভোলা সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনায়েত হোসেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।