আনন্দ পাঠশালার উদ্যোগে অবসর জনিত বিদায় শিক্ষক সম্মাননা।
নিউজ ডেস্কঃ
ভোলায় আনন্দ পাঠশালার উদ্যোগে অবসর জনিত শিক্ষিক মাসুদা পারভীন কে বিদায় সম্মাননা দেয়া হয়। বিদায় সম্মেলনা প্রাপ্ত শিক্ষিকা মাসুদা পারভীন ৮৫ নং বার্তা শক্তি সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয় দৈর্ঘ্য ৩০ বছর শিক্ষকতা করেন। অবশেষে গতকাল ১২ ডিসেম্বর ২০২২ চাকরি জীবন শেষ করেন।। বিদায় সম্মেলনার প্রদান অনুষ্ঠানে প্রধান শিক্ষক রাশেদা বেগমের সভাপতিত্বে সকল শিক্ষার্থী অভিভাবকদের সামনে বক্তব্য প্রদান করেন,ভোলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান,
জেলা ক্রিড়া কর্মকর্তা সাপাতুল ইসলাম, আনন্দ পাঠশালার উপদেষ্টা মোকাম্মেল হক মিলন মনির আহাম্মেদ এবং তরুণ সাংবাদিক আশিকুর রহমান শান্ত। এ সময় আরো উপস্থিত ছিলেন আনন্দ পাঠশালার সংগঠক খাদিজা ঝরনা ও অন্যান্য শিক্ষক মন্ডলী। উক্ত বিদায় সম্মেলনা অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিদায় শিক্ষককে নিয়ে আবেগপ্রুলত পরিবেশ সৃষ্টি হয়।।
উল্লেখ্য আনন্দ পাঠশালা একটি যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন,যা সমাজের কল্যাণে শিশু সমাজের কল্যাণে শিশু শিক্ষার্থীদের নিয়ে শিশু শিক্ষা মূলক কার্যক্রম করে আসছেন।।