ভোলা জেলার জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক মিজানুর রহমান সদস্য সচিব নুরুন্নবী
মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ
দ্বীপ জেলা ভোলার জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ জুলাই বৃহস্পতিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খানের স্বাক্ষরিত ভোলা জেলা জাতীয় পার্টির পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (এমপি) ভোলা জেলা জাতীয় পার্টির ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন।
আহ্বায়ক কমিটিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান কে আহবায়ক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মেম্বার মোঃ নুরুন্নবী সুমন কে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন, শাহ মোয়াজ্জেম আজিম গোলদার, যুগ্ন-আহবায়ক ভোলা সদর, মোঃ ফয়জুল ইসলাম আকন, যুগ্ম-আহবায়ক দৌলতখান, মাওলানা কামাল উদ্দিন, যুগ্ম-আহবায়ক লালমোহন।
দলীয় সূত্র জানাযায়, জাতীয় পার্টির বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাসচিব মেজর (অবঃ) রানা মোঃ সোহেলের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হকের সুপারিশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।