নবনির্বাচিত চেয়ারম্যান বশির আহমেদ কে শুভেচ্ছা জানালো স্বাধীন যুব উন্নয়ন সংস্থা
স্টাফ রিপোর্টার।
গত ৫ জানুয়ারি ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বশির আহমেদ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন । টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বশির আহমেদ কে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন স্বাধীন যুব উন্নয়ন সংস্থা । ৬ জানুয়ারি সন্ধ্যায় স্বাধীন যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় । এ সময় শুভেচ্ছা প্রদান করেন স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাকিবুল ইসলাম রুবেল, স্বাধীন যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আব্দুর রহমান নোমান সহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ ।
উল্লেখ্য স্বাধীন যুব উন্নয়ন সংস্থা সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত একটি সংস্থা । এ সংস্থার মাধ্যমে বিভিন্ন সমাজসেবা মূলক কাজ পরিচালিত হয়ে থাকে । পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে এ সংস্থা। বিশেষ করে ঋণ বিতরণ, রক্তদান কর্মসূচী,বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন মানবিক কাজ এ সংস্থার মুখ্য কর্মসূচি ।