ভোলায় শীতার্ত নৌ-শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

 

মোঃ পারভেজ ভোলা প্রতিনিধি,
আজ ভোলা খেয়াঘাটে শীতার্ত নৌ-শ্রমিকদের মাঝে বি.আই.ডব্লিউ.টি.এ এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ জানুয়ারী) সকালে ভোলা খেয়াঘাট, ভেদুরিয়া ঘাট, ইলিশা ঘাটসহ বিভিন্ন ঘাটের ২০০ নৌ-শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা বি.আই.ডব্লিউটি.এ এর কর্মকর্তা কামরুজ্জামান, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও বি.আই.টি.এর চেয়ারম্যান শ্রী গৌরাঙ্গ চন্দ্র দে,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম তুহিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নিজেরা ভালো থাকলে হবে না অসহায়, দুস্ত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে। এই শীতে অনেক অসহায় মানুষ শীতে কষ্টে ভুগছে। এসব শীতার্ত মানুষের সহযোগিতার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।