ইলিশায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১

 

ইলিশা প্রতিনিধি।।
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ এর ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ জলিল সিকদার অসুস্থ। তার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুন) বাদ মাগরিব পাকার মাথাস্থ ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক, আমির হোসেন বাবুল, সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ সিরাজ, সহ-সভাপতি হোসেন শহীদ সরোয়ার্দী মাস্টার, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ এর সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ছোটনসহ ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মিরা উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন পাকার মাথা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ জামাল উদ্দিন। দোয়া মোনাজাতে সাবেক বানিজ্য মন্ত্রী ও ভোলা সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয় এর সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।