ভোলায় ৩ জলদস্যু কে আটক করে কোস্টগার্ড দক্ষিণ জোন।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২১

 

সোমবার (৭জুন)বেলা ৩ টায় লেঃ এস এম তাহসিন রহমানের নেতৃত্বে কোস্টগার্ডের একটি টিম ভোলার দৌলতখান থানাধীন মেঘনার চর বৈরাগ্য এলাকা থেকে তাদের কে আটক করেন। আটককৃত জলদস্যুরা হলেন, জাহাঙ্গীর আলম(৪৫)নুর আলম (৩৯)ও আঃ রহমি(৩৭)।এদের সবাই লক্ষ্মীপুর জেলার কমল নগর থানার বাসিন্দা বলে জানান কোস্টগার্ড। এসময় ৩টি দেশীয় পিস্তল, ২টি রামদা ও ২টি কড়াত উদ্ধার করা হয়। জানাজায় দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরের জলদস্যু জাহাঙ্গীর এর নেতৃত্বে ভোলার মেঘনা নদীতে রাজত্ব কায়েম করে যাচ্ছে। ডাকাতির প্রস্তুতিকালে কোস্টগার্ডের একটি টিম জলদস্যুদের আটক …