ভোলার সন্তান চক্ষু বিশেষজ্ঞ ডাঃতানজিল আহমেদ পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি
![](https://www.bholarkotha.com/wp-content/uploads/2021/06/received_520233242434348-480x260.jpeg?v=1622994024)
স্টাফ রিপোর্টারঃ মোঃ হাছনাইন আহমেদ।
ভোলার ছেলে চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ তানজিল আহমেদ চোখের ছানি অপারেশনে দক্ষ চক্ষু বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সংগঠন “ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ম্যানুয়াল স্মল ইন্সিশন ক্যাটারাক্ট সার্জনস্”এর সম্মানসূচক লাইফ মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ভিসি প্রফেসর ডাঃ শারফুদ্দিন আহমেদের কাছ থেকে সম্মাননা পূরষ্কার গ্রহন করছেন ডাঃ মোঃ তানজিল আহমেদ।
ভোলার ছেলে হিসেবে তার এই অর্জনে তার পরিবার বন্ধু ও ভোলাবাসী গর্বিত।
ভোলার কৃতি সন্তান ডাঃ মোঃ তানজিল আহমেদ তিনি দীর্ঘ ছয় বছর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) এ রেসিডেন্সী উচ্চতর প্রশিক্ষণ গ্রহন ও চক্ষু রোগের উপর দীর্ঘতম Master of Surgery (MS) ডিগ্রী অর্জন করেছেন।
এছাড়া তিনি ২০১৪ সালে বিসিপিএস থেকে চক্ষু রোগে এফসিপিএস প্রথম পর্ব সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকায় চোখের বিশেষায়িত হাসপাতাল ভিশন আই হসপিটাল এ ভিট্রিও- রেটিনা ফেলো পদে কর্মরত রয়েছেন।
এছাড়া তিনি প্রতি বৃহষ্পতিবার ভোলা সদরে ভোলা ভিশন চক্ষু সেন্টারে চক্ষু ও মাথা ব্যাথার রুগী দেখছেন।