ভোলায় ১৮ জেলেকে জরিমানা

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২১

 

স্টাফ রিপোর্টারঃ মোঃ হাছনাইন আহমেদ

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৯টি ট্রলার ও ৫ হাজার মিটার কারেন্ট জালসহ ২৩ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও পুলিশ সদস্যরা।

শুক্রবার (২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর উপজেলার ইলিশ, ভোলার চর ও ভাংতির খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার সময় ট্রলার ও জালসহ ২৩ জেলেকে আটক করা হয়েছে। পরে সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জেলেকে ৩ হাজার টাকা করে মোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও ৫ জেলের বয়স কম হওয়ায় তাদের মুক্তি দেয়া হয়।

তিনি বলেন, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়। এছাড়াও জব্দকৃত ট্রলারের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশের অভয়শ্রম হওয়ায় ভোলার ১৯০ কিলোমিটার নদীতে সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা করে সরকার। এছাড়াও এ সময় বিক্রি, মজুত, পরিবহন, বাজার জাতের উপরও রয়েছে নিষেধাজ্ঞা।