ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী পালন

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১

 

ভোলা প্রতিনিধি

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সকালে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ সুপার,জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ,জেলা আওয়ামী লীগ,ভোলা পৌরসভা,রেড ক্রিসেন্ট সোসাইটি,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তরা বলেন, নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তুলে ধরতে হবে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের সংগ্রামের কথা। যদি ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস না জানে তাহলে তারা দেশ বা জাতিকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে না। শিশুরা আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। তাই প্রতিটি শিশুকে নিজ দায়িত্ববোধ থেকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এ ছাড়া শিশু একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার তিনটি বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।