প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১
ভোলা পৌর নিবার্চনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল
ইলিয়াছ চৌধূরী।
ভোলা পৌর নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ মনোনয়ন পত্র দাখিল করেছেন। পৌর সভায় মেয়র পদে মোট ৪ জন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার সকাল থেকে সমর্থক ভোটারদেরকে সাথে নিয়ে নির্বাচন অফিসে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, বিএনপির মনোনীত প্রার্থী হারুন অর রশিদ টুম্যান,স্বতন্ত্র প্রার্থী ইয়ারুল আলম লিটন, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আতাউর রহমান মনোনয়নপত্র দাখিল করেন । এর আগে দলীয় সমর্থক ও ভোটারদের নিয়ে পৃথক দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।