ভোলা পৌরসভা নির্বাচন: লটারিতে প্রতীক পেলেন যারা

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১

ভোলা প্রতিনিধি।

ভোলা পৌরসভা নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ৪৮ মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ের সভা কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিতে গিয়ে অনেকটা বিপাকে পড়েন রিটার্ণিং অফিসার। এ সময় অধিকাংশ কাউন্সিলর প্রার্থী উটপাখি প্রতীক দাবি করেন। রিটার্ণিং অফিসারের অনুরোধের পরও কেউ কাউকে উটপাখি প্রতীক ছাড়তে নারাজ। তাই বাধ্য হয়ে প্রকাশ্যে প্রার্থীদের উপস্থিতিতেই লটারির ব্যবস্থা করা হয়।

১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো: মঞ্জুরুল আলম ও অবিনাশ নন্দী উটপাখি দাবি করেন। পরে লটারিতে উটপাখি প্রতীক বরাদ্দ পান কাউন্সিলর প্রার্থী অবিনাশ নন্দী। এছাড়া কাউন্সিলর প্রার্থী মো: মঞ্জুরুল আলম পান পাঞ্জাবি প্রতীক।

একই ভাবে ২নম্বর ওয়ার্ডে মো: মিজানুর রহমান, কবির হোসেন ও রাজিব হাসান উটপাখি দাবি করেন। পরে লটারিতে উটপাখি প্রতীক বরাদ্দ পান মো: মিজানুর রহমান। এছাড়া কবির হোসেন ডালিম, রাজিব হাসান লিপু ব্লাকবোর্ড ও মো: আহসান কবির লিটন পান পাঞ্জাবি প্রতীক।

৩ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী তাদের নিজ নিজ প্রতীক বেছে নেন। এদের মধ্যে বর্তমান কাউন্সিলর সালাহ উদ্দিন (লিংকন) উটপাখি ও মো: হুমায়ুন কবির সোপান পান পাঞ্জাবি প্রতীক।

৪ নম্বর ওয়ার্ডে লটারিতে উটপাখি প্রতীক বরাদ্দ পান মো: আসাদ হোসেন জুম্মান। এছাড়া বর্তমান কাউন্সিলর মো: শওকত হোসেন ডালিম, আইয়ুব আলী পাঞ্জাবী, মো: ইসমাইল হোসেন ব্লাকবোর্ড, মো: আব্দুল হাই পানির বোতল ও মো: রাসেল পান টেবিল ল্যাম্প প্রতীক ।

৫ নম্বর ওয়ার্ডে লটারিতে উটপাখি প্রতীক বরাদ্দ পান মো: মিজানুর রহমান। এছাড়া বর্তমান কাউন্সিলর মো: এরফানুর রহমান ডালিম, বশির আহম্মদ হাওলাদার পাঞ্জাবী, মো: রকিবুল করিম ব্লাকবোর্ড ও মো: সাদ্দাম হোসেন পান টেবিল ল্যাম্প প্রতীক ।

৬ নম্বর ওয়ার্ডে লটারিতে উটপাখি প্রতীক বরাদ্দ পান মো: আবদুর রব। এছাড়া বর্তমান কাউন্সিলর মো: ওমর ফারুক ডালিম, আকবর আকন পাঞ্জাবী, আবদুর রহমান ব্রিজ ও মো: ইব্রাহীম পান টেবিল ল্যাম্প প্রতীক।

৭ নম্বর ওয়ার্ডে লটারিতে উটপাখি প্রতীক বরাদ্দ পান বর্তমান কাউন্সিলর মো: শাহে আলম। এছাড়া ওমর খৈয়াম ডালিম, মো: আশিব মাহামুদ পাঞ্জাবী, মো: বেলাল উদ্দিন ব্লাকবোর্ড, মো: রুহুল আমিন ব্রিজ ও মো: জাফর উল্লাহ ছোটন পান টেবিল ল্যাম্প প্রতীক ।

৮ নম্বর ওয়ার্ডে লটারিতে উটপাখি প্রতীক বরাদ্দ পান মো: নুরে আলম স্বপন। এছাড়া মো: নাছির উদ্দিন হেলাল পাঞ্জাবী ও মো: মোশারেফ হোসেন পান ডালিম প্রতীক।

এছাড়া ৯ নম্বর ওয়ার্ডে লটারিতে উটপাখি প্রতীক বরাদ্দ পান বর্তমান কাউন্সিলর মো: মাইনুল ইসলাম (শামিম)। এছাড়া আবদুল মান্নান ডালিম, মো: মাইনুল ইসলাম (নাছিম) টেবিল ল্যাম্প ও জুন্নু রাইন লিপি পান পাঞ্জাবী প্রতীক।

একইভাবে আনারস প্রতীক দাবি করেন একাধিক সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী। পরে লটারির মাধ্যমে ১,২,৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জোছনা ইয়াছমিন আনারস ও রেহানা ফেরদৌস পান চশমা প্রতীক। ৪,৫,৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সামছুর নাহার (সনিয়া) চশমা, সাবেক কাউন্সিলর সিতিকা কর্মকার অটোরিক্সা ও কামরুন নাহার পান আনারস প্রতিক। এছাড়া ৭,৮,৯ ওয়ার্ডে সামছুন্নাহার বেগম চশমা, আমেনা বেগম আনারস ও রাজিয়া সুলতানা পান অটোরিক্সা প্রতীক।

এ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৯০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৮ হাজার ৬৫৯ জন ও মহিলা ভোটার ১৮ হাজার ২৪৫ জন। আগামী ২৮ ফেব্রুয়ারি ভোলা পৌরসভায় মোট ২০টি ভোট কেন্দ্রে ১২২টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে রিটার্ণিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আলা উদ্দিন আল মামুন নির্ধারিত প্রতীক আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌকা প্রতীক, বিএনপিদলীয় মেয়র প্রার্থী হারুন অর রশিদ ট্রুম্যানকে ধানের শীষ ও বাংলাদেশ ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মাওলানা আতাউর রহমাকে হাতপাখা প্রতীক বরাদ্দ দেন।