দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিউজ ডেস্কঃ
ভোলার দৌলতখান উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, দৌলতখান শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ এপ্রিল (শুক্রবার) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী ও মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দৌলতখান উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের মৃত নেতা কর্মীদের রুহের মাগফেরাত কামনায় আধুনিক উন্নয়নের রুপকার, সাবেক সাংসদ ও বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য “জনাব আলহাজ্ব হাফিজ ইব্রাহীমে”র নির্দেশনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দৌলতখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহসিন রাসেদ সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালে উপস্থিত ছিলেন সাবেক ভোলা ২ আসনের সাংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহীম।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মাযহারুল ইসলাম ও সহযোগিতায় ছিলেন ভবানীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হাফিজ উল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা বিএনপি সিঃ সহ-সভাপতি ফারুখ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল আলম টফি, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি।
আরো ছিলেন উপজেলা সেচ্ছাসেবক যুগ্ন- আহবায়ক
– জামাল সিকদার, মাহাব্বর রহমান কবির, জয়নাল আবেদীন খোকন, মোঃ জামাল উদ্দিন, আক্তারুজ্জামান বশির। মদনপুর ইউনিয়ন সদস্য সচিব শেখ ফরিদ, মেদুয়া ইউনিয়ন আহবায়ক মানসুর আলম, সদস্য সচিব নূরে আলম। চরপাতা ইউনিয়ন আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব নূর মোহাম্মদ। চরখলিফা ইউনিয়ন
আহবায়ক ফারুক হাওলাদর, সদস্য সচিব কামাল জমাদ্দার। উঃ জয়নগর আহবায়ক কবির হোসেন, সদস্য সচিব ফারহান হোসেন। দঃ জয়নগর আহবায়ক
মাকসুদুর রহমান, সদস্য সচিব রিয়াজ খান। সৈয়দপুর আহবায়ক লোকমান হোসেন, সদস্য সচিব আঃ মালেক। হাজীপুর ইউনিয়ন আহবায়ক ফরাজি কামরুল হোসেন, সদস্য সচিব জাকির হোসেন,ভবানীপুর ইউনিয়ন আহবায়ক ফরাজি মোঃ সেলিম, সদস্য সচিব মোঃ হাফিজ উল্ল্যাহ।
আরো ইউনিয়ন যুগ্ন- আহবায়কবৃন্দ
আরো উপস্থিত ছিলেন, সৈয়দপুর ইউনিয়ন’র হান্নান, ইউসুফ বেপারী, হাজীপুর ইউনিয়ন’র আজাদ।
স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ উপজেলা ছাত্র দলের সভাপতি মির্জা মোঃ মনির।