দৌলতখানে সুশাসনের জন্য নাগরিক – সুজন’র কমিটি পুনর্গঠন।

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ

সুশাসনের জন্য নাগরিক – সুজন’র দৌলতখান উপজেলা শাখার পূনাঙ্গ কমিটি পুনর্গঠন ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত ২৯/০৭/২০২৩ ইং রোজ শনিবার, দৌলতখান মহিলা কলেজ মিলনায়তনে। খায়রুল ইসলাম আজম সভাপতি এবং রিয়াজ মাহমুদ’কে সা. সম্পাদক রেখেই কালিদাস পাল ভুলু’কে কোষাধ্যক্ষ করে জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী এবং জেলা সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিটন সহ সকলের উপস্থিতিতেই ২১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

অপরদিকে অধ্যক্ষ জাবির হাচনাইন জাকির স্যারকে প্রধান উপদেষ্টা ও ফজলুল হক বিএসসি স্যার
মুক্তিযোদ্ধা ও শিক্ষক আবু তাহের রতন স্যার এবং এমরান হোসেন ( সহকারী অধ্যাপক, রেবা রহমান কলেজ) সহকারে স্থানীয় সুশীল সমাজের সম্মানিত নাগরিকদের নিয়ে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করে যে ভোলা জেলার মধ্যে সবচেয়ে স্বনামধন্য একটি উপজেলা ছিল দৌলতখান তাই এর হারানো সামাজিক গৌরব ফিরে পেতে এবং সার্বিক উন্নয়নে সকলে মিলে একত্রিত হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও রাজনৈতিক দলীয় কোন্দল সৃষ্টি না করার বিষয়ে একমত পোষন করেন।