চরফ্যাশনে পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতির বর্ধীত সভা অনুষ্ঠিত
ভোলা চরফ্যাশন উপজেলার পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতির বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(২৯ জানুয়ারি) শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতি চরফ্যাশন উপজেলা শাখা ‘র সভাপতি এ,কে এম গিয়াসউদ্দিন এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।
“প্রত্যারনা এরিয়ে চলি গায়ের দামে বই কিনি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সভাপতির শুভেচ্ছা বক্তব্যে বৈশ্বিক করোনাকালিন মহাদূর্যোগে যারা আত্বত্যাগ করেছেন তাদের আত্বার মাগফেরাত কামনা ও যারা আক্রান্ত হয়েছে তাদের সুস্থ্যতা কামনা করেছেন।
স্বাস্থ্যবিধি মেনে গত বছরের লোকসান আর ক্ষতি সামলিয়ে উঠতে আবার পুনরায় ব্যবসায় মনোনিবেশ করতে উপজেলার সকল পুস্তক ব্যবসায়ীর প্রতি উদাত্ব আহবান জানিয়েছেন।
সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতির সভাপতি আ,ন,ম মাকসুদুর রহমান (নোমান)। তিনি বলেন চরফ্যাশন উপজেলা পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতি পরিচালনায় তাদের সাংগঠনিক দূরদৃষ্টিতায় করোনাকালিন দুর্যোগেও ভালো পারফরম্যান্স ভোলা জেলা পুস্তক প্রকাশন বিক্রেতা সমিতির পক্ষ হইতে অভিনন্দন জানিয়েছেন। তিনি আরো বলেন ২০২০ সাল একটা বিশাক্ত কাল বা সময় অতিক্রম করতে হয়েছে আমাদের।
২০২১ সালে আবার আমরা উঠে দাড়াতে হবে।তাই গত বছরের নীতিমালা বাস্তবায়নে সকল কে উদাত্ব আহবান জানান।
সভায় বিগত বছর কে পেছনে ফেলে নতুন বছরের বাংলাদেশ পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় নীতিমালা বাস্তবায়ন নিশ্চিত করতে উপজেলা পর্ষদের সাংগঠনিক পদক্ষেপ শক্তিশালী করার উদাও আহবান জানান বক্তারা।সে সময়ে বক্তব্য রাখেন চারফ্যাশন উপজেলার সাধারন সম্পাদক হাসান মোর্শেদ বাহলুল,সিনিয়র সহ- সভাপতি মাওঃ মোঃ ছালাহ্উদ্দিন,সহ- সভাপতি মোঃ হাবিবুর রহমান,কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ ফিরোজ মাষ্টার প্রমুখ।
সভায় মাস্টার লাইব্রেরী, বাবুর হাটের মোঃ হাবিবুর রহমান,আদর্শ লাইব্রেরি শশীভূষণের মোঃ আওলাদ হোসেন, নাঈম লাইব্রেরী, চেয়ারম্যান বাজারের মোঃ জুলকার নাঈম,ফাইয়াজ লাইব্রেরির মোঃ ইব্রাহীম, জনতা লাইব্রেরি মোঃ হারুন,মোঃ সাইমুন আলমদিনা,হা মীম লাইব্রেরির মোঃ নিজাম উদ্দিন, নুহা লাইব্রেরি আহাম্মদ পুর মোঃ আবু নোমান,হাসিব লাইব্রেরি মোঃ রফিকুল ইসলাম, আন্জুর হাট ইসলামিয়া লাইব্রেরি মোঃ মাকসুদ,খাদিজা লাইব্রেরি আঃ রহিম,আধুনিক লাইব্রেরি মোঃ হুমায়ুন কবির, উত্তর আইচা জোনায়েদ লাইব্রেরি মোঃ মনির,হাসনাইন লাইব্রেরি, চেয়ারম্যান বাজার বিসমিল্লাহ বুক হাউজের মোঃ হেলাল উদ্দিন,মুজিবনগর মীম লাইব্রেরি মোঃ শফিকুল ইসলাম, আন্জুর হাট তানিয়া বুক ডিপো’র মোঃ সেলিম,ঘোষের হাট বিসমিল্লাহ লাইব্রেরি মোঃ ফারুক পাঠানসহ অন্যান্য ব্যবসায়ীও সাংবাদিক উপস্থিত ছিলেন।