ভোলা মনপুরায় ঘূর্ণিঝড় ইয়াস এর তান্ডব শুরু প্লাবিত প্রায় ৫০ টি ঘরবাড়ি।
মোঃ রাকিব::ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা। মনপুরা চার দিকে মেঘনা নদী অবস্থিত।
আসন্ন ঘূর্ণিঝড় ইয়াস এর তান্ডব ইতি মধ্যে শুরু হয়ে গেছে মনপুরাতে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ধমকা বাতাসের সঙ্গে বেড়েছে অতিরিক্ত জোয়ারে পানিও।
এতে এখন পর্যন্ত প্লাবিত হয়েছে প্রায় ৫০ টি ঘরবাড়ি, ২ টি টিউবওয়েল ও ২টি মাছ ধরার নৌকা।
ইয়াস মোকাবিলায় মাঠ পর্যায়ে কাজ করছে মনপুরা উপজেলা প্রাসাশন, CPP, ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।
মঙ্গলবার বিকালে মনপুরার বিভিন্ন ঝুকিপূর্ণ স্থানে গিয়ে পরিদর্শন করেন মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরীর ও মনপুরা উপজেলা নির্বাহী অফিসার,
এবং মনপুরা যুব রেডক্রিসেন্ট সোসাইটি সেচ্ছাসেবী সহ আরো অনেকেই।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দূর্যোগ মোকাবেলায় সব রকম প্রদক্ষেপ গ্রহন করা হইছে।
পরিস্থিতি বুঝে সকলকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।