বোরহানউদ্দিনে জোরপূর্বক অবিবাহিত অন্তঃসত্ত্বা মেয়ের সাথে নাবালকের বাল্যবিয়ে

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২২

মিলি শিকদারঃ ভোলা জেলার বোরহানউদ্দিন থানার টবগী ৬ নং ওয়ার্ডে ১৪ বছরের এক ছেলের সাথে ৮ মাসের অন্তঃসত্ত্বা অবিবাহিত এক মেয়ের বাল্যবিবাহ দেয়া হয়েছে।অভিযোগ করে শাহিনুর বেগম বলেন, গত শুক্রবার ৭.৩০ সময় আমার মামা কালাম এবং আমার ভাই কামাল আমাকে না জানিয়ে আমার ছোট ছেলে হাছনাইনকে তার মেয়ে সানজিদার সাথে ভোলা সদরে অজ্ঞাত স্থানে ৩০০০০০ কাবিন মুলে রেজিষ্ট্রেশন করেন।আমি আমার ছেলেকে অনেক খোঁজার পরে গ্রামের বাড়িতে এসে জানতে পারি আমার ভাতিজি সানজিদা ৮ মাসের অন্তঃসত্ত্বা। আমার ছেলে হাসনাইন (১৪) নাবালক । আমার ভাতিজি সানজিদা তার বাচ্চা আমার নাবালক ছেলের ঘাড়ে চাপিয়ে দিতে চায়।পরে আমি পুরো বিষয়টি অবগত হয়ে বোরহানউদ্দিন থানায় অভিযোগ করি। গত কোরবানীর ঈদে আমার চট্টগ্রামের বাসায় আমার ভাইর মেয়ে সানজিদা বেগম (১৬) বেড়াইতে যায়।যখন সে বেড়াতে যায় তখন উক্ত বাসায় হাসনাইন ছিল না। সে তাহার গ্রামের বাড়িতে চলে আসে। আমি আমার নাবালক ছেলের বিয়ে মানিনা। গণমাধ্যম কর্মীদের হাসনাইন জানায় গত ১২/০৩/২২ তারিখে আমি আমার মায়ের মামা কালাম ও আমার মামা মোঃ বশির সহ কিছু লোক আমাকে তাদের বাড়িতে বেড়ানোর কথা বলে জোর পূর্বক চট্টগ্রাম থেকে আমার গ্রামের বাড়ি বোরহানউদ্দিনে নিয়ে আসে। এনে আমায় জোরপূর্বক বিয়ে করায় আমি এই বিয়ে মানি না। আমি দোষীদের সুষ্ঠু বিচার চাই।সরেজমিন গিয়ে মেয়ের বাড়ির কোন ব্যাক্তিকে পাওয়া যায়নি। তারা সবাই ঘরে তালা বন্ধ রেখে পালিয়ে গিয়েছে। কালাম বলেন,বিষয়টি আমি স্হানীয় চেয়ারম্যান জসিমউদ্দীন হাং কে জানালে তিনি বলেন যেখানের ঘটনা সেখানে মেয়ে রেখে আসো।বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির বলেন ছেলের মা অভিযোগ করেছে তদন্ত সাপেক্ষে ব্যাবস্হা গ্রহন করা হবে।