বোরহানউদ্দিনে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২২

মিলি শিকদারঃ দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের পশ্চিম বিশারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার সে শিক্ষার্থীর নাম মোহাম্মদ অভি (১৩) সে এবার এস.এস.সি পরীক্ষার্থী। সরেজমিনে গিয়ে জানা যায়, বিদ্যালয় প্রাঙ্গনে মোটরসাইকেল রাখা কে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাকবিতণ্ডতায় জড়ায়। এ ঘটনার রেশ ধরে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন অভির বাড়িতে যায়। অভির বাবা বাবুল ফরাজি গণমাধ্যমকর্মীদের কে জানান যে, গত ১৩/০৩/২০২২ ইং তারিখে তিনি দুপুর বেলায় ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ করে বিশারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন তার বাসায় কিছু ছাত্রদের নিয়ে উপস্থিত হয় সামনের রুমে তিনি অভিকে পেয়ে অতর্কিত আক্রমণ চালায়, এবং কোন রকম কারণ দর্শানো ছাড়াই অভিকে বেধরম মারধর করে। তিনি অভির কান্না শুনে আসলে সাখাওয়াত হোসেন তাকে বলে অভি স্কুলে মারামারি করছে এই কথা শুনে তিনি নিজেও ওকে মারে এরপরেও শাখাওয়াত হোসেন বলেন আপনি স্কুলে আসেন আপনার ছেলের বিচার হবে সেখানে। নির্যাতনের শিকার অভি অভিযোগ করে বলেন,সাখাওয়াত স্যার আমাকে ছাড়পত্র দিবেন বলে হুমকি দিয়েছে। আমার নামে থানায় মামলা করবেন বলে হুমকি দেয়।তিনি আরো ১১ জন শিক্ষার্থীকে মামলা দিয়েছেন ও মারধর করেন। আরেক প্রত্যক্ষদর্শী মিষ্টি বলেন শাখাওয়াত স্যার অভিকে গলা ধাক্কা দেয় এবং চর থাপ্পড় দেয়।গণমাধ্যম কর্মীরা সাখাওয়াত হোসেন সাথে কথা বলতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন।বোরহানউদ্দিন মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস বলেন আমি প্রধান শিক্ষক কে বলেছি শাখাওয়াত হোসেন কে সাময়িক বরখাস্ত করার জন্য নোটিস করতে কিন্তু তিনি বলেন ব্যাপারটি মিটে গিয়েছে।