বোরহানউদ্দিনে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০২২

 

মিলি সিকদারঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সুপরিচিত একটি প্রতিষ্ঠান হল বোরহানউদ্দিন সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এই মাধ্যমিকের দুই জন শিক্ষকের বিরুদ্ধে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের এক ছাত্রী কে যৌন কেলেংকারীর অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই শিক্ষক হলেন আইসিটি বিভাগের শিক্ষক মোহাম্মদ রিয়াজ। অন্যজন ভোকেশনালের ইলেকট্রনিক্স শিক্ষক মোহাম্মদ বাহার। সরেজমিন গিয়ে জানা যায়, অভিযুক্ত দুই শিক্ষক রিয়াজ ও বাহারের বিরুদ্ধে আরো অনেক যৌন কেলেঙ্কারির ঘটনা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ম্যানেজিং কমিটির এক সদস্য জানায়,রিয়াজ স্যারের বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাএীকে যৌন হয়রানির কথা আমি শুনেছি। এলাকাবাসী একজন জানায় রিয়াজ স্যার প্রায় বিভিন্ন ক্লাসের মেয়েদের উক্ত্যক্ত করত। আর তার এই কাজে সহযোগিতা করত শিক্ষক বাহার।গণমাধ্যম কর্মীরা খোঁজ খবর নিয়ে জানতে পারে যে,মো:বাহার একই স্কুলের একটি কক্ষে তিনি থাকতেন। আর ক্লাসচলা কালীন এই সময়ে রিয়াজ স্যার বাহার স্যারের সহযোগিতায় গোপনে ঐ ছাএীকে তার রুমে ডেকে নিয়ে যায়। এরপর বাহার স্যার বাহির দিক থেকে পাহারা দিচ্ছিল। আর রিয়াজ স্যার ভিতরে ঔ ছাএীর সঙ্গে শ্লীলতাহানি চেষ্টা চালিয়ে যেতে থাকে। যৌন হয়রানির এই বিষয়ে বিভিন্ন শ্রেনীর ছাএীরা আতঙ্কিত। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাহমিনা বেগমের সাথে কথা বললে তিনি জানান, গত ২২ /০৬/২০২২ ইং দশম শ্রেণির ঔ ছাএীর কাছ থেকে যৌন হয়রানির একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে আমি ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের সাথে মিটিং করছি। সকলের সিদ্ধান্ত মতে রিয়াজ স্যার ও বাহার স্যার কে সাময়িক বরক্ষাস্ত করেছি। এছাড়া পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে খুব শীঘ্রই তারা প্রতিবেদন পেশ করবে। মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস বলেন অভিযুক্ত শিক্ষকদের অপরাধ প্রমানিত হলে শ্রীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যাবস্হা গ্রহন করব। যতদুর জানা যায় বোরহানউদ্দিন একটি প্রভাবশালী মহল বিষয়টি কে ধামাচাপা দেওয়ার জন্য পায়তারা করছে।