নৌপথে ঢাকা ছাড়বেন ৩০ লাখ যাত্রী ঈদুল আযহায়

ভোলার কথা
নিজস্ব প্রতিবেদক সম্পাদক
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

নৌপথে ঈদুল আজ্হা উপলক্ষে ঢাকা ছাড়বেন
বলে জানাযায় ৩০ লাখ যাত্রী।

প্রতি ঈদে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বৃহত্তর ঢাকা অঞ্চল ছেড়ে যায়
নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির বেসরকারি সংগঠন জাতীয় কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঈদ-উল-আজহা উপলক্ষে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে প্রায় ৩০ লাখ মানুষ নৌপথে বিভিন্ন গন্তব্যে যাবেন।
রবিবার (১৮ জুন) সংগঠনটির সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন।
ঈদযাত্রীদের মধ্যে তিন লাখ নারায়ণগঞ্জ নদীবন্দর হয়ে যাবেন। বাকি ২৭ লাখ যাবেন সদরঘাট টার্মিনালসহ ঢাকা নদীবন্দরের বিভিন্ন ঘাট হয়ে। তাই নৌপথে বৃহত্তর বরিশালমুখী যাত্রী সংখ্যা কমলেও এবারও সদরঘাটের ওপর অস্বাভাবিক চাপ পড়বে।
প্রতিবেদন অনুযায়ী, ঈদে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বৃহত্তর ঢাকা অঞ্চল ছেড়ে যায়। তাদের মধ্যে ২০% (৩০ লাখ) নৌপথে ঢাকা ছাড়ে। এর প্রায় শতভাগই উপকূলীয় জেলা বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর ও মাদারীপুরের যাত্রী।