প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১
দৌলতখানে বীর মুক্তিযোদ্ধাদের বেসরকারি গেজেট যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত
ভোলার দৌলতখান উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের বেসরকারি গেজেট যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফেব্রæয়ারি দৌলতখান উপজেলা হল রুমে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রতিনিধি যাচাই বাছাই কমিটির সভাপতি,জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে যাচাই বাছাই হয়। এ সময় উপস্থিত ছিলেন, যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেন, এমপির প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন,জেলা প্রশাসকের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো: ছিদ্দিক। এছাড়াও দৌলতখান উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধগন। সকলের উপস্থিতিতে ৫৯ জন বীর মুক্তিযোদ্ধার যাচাই বাছাই কার্যক্রম সচ্ছতার সাথে সম্পন্ন করা হয়।