এমপি মুকুল-কে দৌলতখান উপকূল প্রেসক্লাবের নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
বিশেষ প্রতিবেদকঃ ভোলার দৌলতখান উপকূল প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির পক্ষ থেকে ০৪/০৩/২০২২ ইং তারিখে শুক্রবার সকালে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুলের নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাংবাদিকতা পেশা সম্মানজনক উল্লেখ করে তিনি বলেন, মানুষের সেবা করার জন্য এই পেশা। সাংবাদিক ও সংবাদপত্রের কাজ ট্রায়াল নয়, বরং সাংবাদিক ও সংবাদপত্র ঘটনার সকল তথ্য-উপাত্ত তুলে ধরবে। সত্য হচ্ছে শেষ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রেক্ষাপট আর মতাদর্শ যাই থাক না কেন একজন সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সত্য উদ্ঘাটন ও সত্যের বিকাশ ঘটানো। একজন সাংবাদিককে আত্মসচেতনতার মাধ্যমে পেশার দায়িত্ব ও নির্দেশনা মেনে চলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- কার্যকরী কমিটির সভাপতি এম এ মান্নান, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন ফরাজী, যুগ্ম সম্পাদক মোঃ মোতালেব হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক হাছিব ইশতিয়াক, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মাহমুদ জয়, সহ-সাধারণ সম্পাদক মহসিন রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক, মোঃ ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহীন সোহাগ, দেশ-বিদেশ যোগাযোগ সম্পাদক মোঃ আতিকুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ রিপন, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আলাউদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মাসুদ, নির্বাহী সদস্য রিয়াজ মাহমুদ, মোঃ নিরব ফরাজী, মোঃ সোহাইব, সাধারণ সদস্য, সালাউদ্দিন ফরাজী, মাহবুবুর রহমান সোহেল, আকবর হোসেন ফরাজী, মোঃ সিদ্দিক, দৌলতখান উপকূল প্রেসক্লাবের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে মোঃ জয়নাল আবেদীন ফরাজী এর সভাপতিত্বে ও মোঃ মোতালেব হোসেন সবুজ এর সঞ্চালনায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে পূর্বের মেয়াদ উত্তীর্ণ আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করে দুই বছর মেয়াদে (২৮-০২-২০২২) তারিখে এম এ মান্নান-কে সভাপতি, মোঃ জয়নাল আবেদীন ফরাজী-কে সাধারণ সম্পাদক, হাছিব ইশতিয়াক ও নিয়াজ মাহমুদ জয়-কে সাংগঠনিক সম্পাদক, করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।