দৌলতখানে শতদল যুবমেলার উদ্যেগে করোনার সচেতনমূলক প্রচারনা।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

 

মোঃ রিয়াদ, স্টাফ রিপোর্টার। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে পথচারী, ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ, হাত ধোয়ার ব্যবস্থা ও সচেতনামূলক প্রচারণা করেছে শতদল যুবমেলা।

বৃহস্পতিবার (১জুলাই) সকাল থেকে ঘন্টা ব্যাপী শতদল যুবমেলা আয়োজনে দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় এ কর্মসূচি’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার ও পৌর মেয়র জাকির হোসেন তালুকদার।

এসময় পৌর মেয়র জাকির হোসেল তালুকদার বলেন,দেশের অন্যান্য উপজেলার মতো দৌলতখানে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। তাই মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ ও সচেতনামূলক প্রচারণা চালানো হয়েছে। শতদল যুবমেলার এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

উপজেলা শতদল যুবমেলা সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্ব কর্মসূচি’তে উপস্থিত ছিলেন, শতদল যুবমেলার সাধারণ সম্পাদক ফরাজী আবুল কাশেম, উপদেষ্টা আব্দুল খালেক, সদস্য মোঃ বাবুল, সাবেক কাউন্সিলর আবুল ফারাহ, পৌর কাউন্সিলর নুরে আলম সহ প্রমুখ।