ভোলার বাংলাবাজারে ২য় দিনে চলছে কঠোর লকডাউন

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১

 

মোহাম্মদ রিয়াজ হোসেন
স্টাফ রিপোর্টার

করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে কঠোর এক সপ্তাহ লকডাউনের আজ ২য় দিন।

আজকের এই ২য় দিনে ভোলার উপশহর বাংলাবাজারে নিত্যপ্রয়োজনীয় ও জরুরী সেবা ছাড়া সবই বন্ধ রয়েছে।

প্রশাসনের নজরদারিতাও রয়েছে চোখে পড়ার মতো। সকালে বাংলাবাজার এর পুরো অলিতে গলিতে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) এর অভিযান ছিল কঠোরতম অবস্থানে।

সকালে কঠিন তৎপরতার পরও বিকালে দেখা গেছে কঠোরভাবে প্রশাসনের অভিযান পরিচালনা করতে।

প্রশাসনের এমন কঠোরতা জন্য রাস্তাঘাট জনশূন্যে পরিণত।
অধিকাংশ ব্যস্ততম সড়কগুলো প্রায় জনশূন্য। শুধুমাত্র খেটে খাওয়া কিছু সংখ্যক মানুষ নিজের পরিবারের ক্ষুধা নিবারণের জন্য রাস্তায় নামতে হচ্ছে। এছাড়া মানুষ খুব একটা ঘর থেকে কম বের হচ্ছে। কিছু সংখ্যক বের হচ্ছে তাদের প্রয়োজনের তাগিদে। তবে জরুরী সেবা দানকারীরা পড়তে হয়েছে বিপদে। তাদের অনেকের নিজস্ব গাড়ি না থাকায় হেঁটে হেঁটে কর্মস্থানে পৌছাতে হচ্ছে ।

উপশহরের মার্কেটসহ দোকানপাট সব বন্ধ রয়েছে।কাঁচাবাজার সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে সকালে খোলা রয়েছে।
ভোলা টু চরফ্যাশন সড়ক থেকে শুরু করে দৌলতখান সড়ক এবং বাঘমারা ব্রিজ সড়কগুলোতেও দুই- একটি রিক্সা ও ব্যাটারিচালিত অটোরিক্সা দেখা গেছে।

জরুরি ও নিত্যপ্রয়োজনীয় সার্ভিসের আওতায় (ফার্মেসী, মুদি দোকান, কুরিয়ার সার্ভিস এবং কাঁচাবাজার) সকল প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মেনে সকল নিরাপত্তা নিশ্চিত করে খোলা রয়েছে।

সম্প্রতি, বুধবার ৩০ জুন মন্ত্রিপরিষদ বিভাগ মানুষের চলাচল বিধিনিষেধ আরোপ করে ২১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

এতে উল্লেখ্য করে বলা হয়েছে, করোনা ভাইরাস জনিত রোগের (কোভিড -১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে ১ জুলাই সকাল ৬ টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হলো।