সোমবার সরকারি সফরে চরফ্যাসন আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

 

মোঃইসমাইল, বিশেষ প্রতিনিধি

ভোলা-৪ আসনের সাংসদ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র পৃষ্ঠপোষকতায় এক সংক্ষিপ্ত সরকারি সফরে চরফ্যাসন যাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম এমপি। সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ন’টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে চরফ্যাসনের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার কথা রয়েছে তার। এসময় স্থানীয় সাংসদ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি,পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিবও সফরসঙ্গী হবেন। ঐদিন সকালেই এমপি জ্যাকব ও প্রতিমন্ত্রী প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে চরফ্যাশন ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত মুজিব শতবর্ষ উপলক্ষে “বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২০ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর উন্নয়নের রোল মডেল খ্যাত চরফ্যাসন উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।