ভোলায় এক অদ্ভুত কমিটি ঘোষণা করা হয়েছে, বন্ধু মহলে বিবাহিত বন্ধুদের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ স্বরূপ এই কমিটি ঘোষণা।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১

 

ডেক্স রিপোর্ট ঃ

বন্ধুত্ব শব্দটি যেন বিশ্বস্ততা আর নির্ভরতার প্রতীক। এ বন্ধন চিরন্তন, শাশ্বত, সার্বজনীন। এমিলি ডিকেনসন বলেছেন, ‘আমার বন্ধুরা আমার সাম্রাজ্য।’ তবে আমার কাছে আমার বন্ধুরা হলো হাত আর চোখের মতো। হাত যখন ব্যথা পায়, চোখ দিয়ে তখন জল ঝরে পড়ে। আবার চোখ দিয়ে যখন জল ঝরে পড়ে, তখন সেই ব্যথায় ব্যথাতুর হাতটি চোখের জল মোছার জন্য ব্যস্ত হয়ে যায়। সুতরাং ব্যথা আর চোখের জলের সম্পর্ক যেমন ঘনিষ্ঠ, আমাদের বন্ধুত্বের বন্ধনও একই সুতায়। একে অপরের কাছে থেকে দূরে থাকলেও অন্তরে টান থাকে ষোল আনা। বন্ধু যা বলার সঙ্গে সঙ্গেই আমরা এক ধরনের স্বস্তি খুঁজে পাই। বয়স-সময়-স্থান সব ছাপিয়ে এই শব্দটি আমাদের একাকার করে দেয়। শব্দটি যেন খুব কাছের। আমাদের এই ব্যস্তময় সারাদিনের কাজের শেষে বিকেল বেলায় যখন বন্ধুরা এক হয়ে আড্ডা দেওয়া হয় তখন কিছুটা হলেও মনের ক্লান্তি দূর হয়ে যায় এই আড্ডা আসলে আড্ডা নয় এ যেন এক প্রাণের বন্ধন মনের খোরাক অনেক না বলা কথার এক মাধ্যম,বন্ধু সুখে কিংবা প্রয়োজনে যে এসে দাঁড়ায় পাশে সে হলো বন্ধু, বন্ধুর প্রতি ভালোবাসা চিরকালীন, শেষ হয় না কখনো। পরিবারের মানুষগুলোর সঙ্গে যে কথাগুলো সহজে বলা হয়ে ওঠে না, বলা যায় না, এমন বিষয়গুলো শেয়ার করার একমাত্র উপায় বন্ধু।। কিন্তু বিয়ের ফলে হারিয়ে যাচ্ছে এই আড্ডাগুলো হারিয়ে যাচ্ছে এই আবেগ এই ভালোবাসা একটা মনের মৃত্যু হয়ে যায় তখনি, বন্ধু তখন আর বন্ধু থাকেনা বন্ধু হয়ে যায় তার বউর বাদ্যগত স্বামী, ভুলে যায় তার সেই আড্ডা ভুলে যায় আবেগ ভালোবাসা ভুলে যায় সেই প্রাণের বন্ধুদেরকে যাদের সাথেই ছিল তার সব থেকে সুখময় দুঃখময় স্মৃতি। এই হারিয়ে যাওয়া বন্ধুদেরকে নিয়েই এই কমিটি । হারিয়ে যাওয়া বিবাহিত বন্ধুদেরকে তাদের উপযুক্ত পদ দিয়ে কমিটির পথ চলা শুরু হয়েছে, বন্ধুমহলের ভোটে এই কমিটি জয়যুক্ত হয়েছ।