বড় মানিকা ৬ নং ওয়ার্ডের বেহাল অবস্থা

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

 

মোঃ ইসমাইল,বিশেষ প্রতিনিধি

বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে ৬ নং ওয়ার্ডের প্রবেশ মুখে (সেন্টার বাজারের পশ্চিম পাশে) হাজি নজির আহম্মদ হাওলাদার বাড়ির দরজায় চন্দন বাড়িয়া খালের উপরের ব্রিজটি
২০১৩ সালের বন্যায় আলিমুদ্দীন বাংলাবাজার এর বেড়ী ভেঙে প্লাবিত হওয়ার ফলে ভেঙে যায়। এরপর ৪০-৪৫ ফুট দৈর্ঘ্যের ব্রিজটির দৈর্ঘ্য হয়ে যায় প্রায় ১১০ ফুট।

পরর্তিতে ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল স্থানীয় জনগণের যাতায়াতের সুবিধার্থে প্রায় প্রতি বছরই এই সাঁকোটি কাঠ দিয়ে মেরামত করার জন্য অর্থ বরাদ্দ প্রদান করেন। কিন্তু, রোদ পুঁড়ে -বৃষ্টিতে ভিজে ও জনগনের যাতায়াতের ফলে ৫ থেকে ৬ বার সাঁকোটি ভেঙে যায়। পর পর ৩ বার সংস্কার করা হয় মাননীয় সাংসদ এর বিশেষ নির্দেশে। কিন্তু সাঁকোটির বর্তমান অবস্থা চলাচলের অনুপযোগী।
এই এলাকায় প্রবেশের একমাত্র পথ এই সাঁকো হওয়ায় জনগণের প্রেশার ও রোধ বৃষ্টির কারনে ২-৩ মাসের বেশি টেকশই হয় না। ফলে পূণরায় সেই দুর্দশা আরো ভোগান্তিতে পরতে হয়।

প্রতিদিন ২০০০-২৫০০ (প্রায়) লোক
আসা যাওয়া করে। এর মধ্যে স্কুলগামী ছোট বাচ্চা ও বয়স্কদের চলাচল সমস্যা, এবং রুগীদের সমস্যা প্রকট। সাঁকোর কাঠ দুর্বল থাকার ফলে অনেক সময় অনেক পথচারী পা পিছলে দুর্ঘটনার সম্মুখীন হয়। এমনকি মৃত্যুর সম্মুখীন হয়েছে।
কাঠের এ ব্রীজটির উপর দিয়ে বর্তমানে কোন প্রকার যানবাহন যাতায়াত করতে পারেনা। এমনকি লোকজনও পার হতে হয় খুব সাবধানে। এই বুঝি পড়ে গেলাম।
কাঠের সাঁকোর নিচে পূর্বের ভাঙা ব্রিজের রড রয়েছে যার উপর পড়লে মৃত্যু অবধারিত। জানা যায় স্থানীয়দের কাছ থেকে।

এদিকে, গত বছরের মার্চের ৪ তারিখে সেন্টার বাজারে বেশ কয়েকটি দোকান ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। ব্রীজের অবস্থা দুর্বল হওয়াতে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে সময় মত যেতে পাড়েনি। যার ফলে প্রায় ৪০টি গুরুত্বপূর্ণ দোকান পুড়ে যায়।

এই সাঁকোটিকে ব্রিজে রূপান্তর করার ভোলা ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি মহোদয় মন্ত্রণালয়ের দপ্তরে দপ্তরে ঘোরা ঘুরি করে অক্লান্ত পরিশ্রমের বদৌলতে ৩ কোটি ৬০ লক্ষ টাকা একটি প্রজেক্ট একনেকে পাশ করান। যার ফলে খুব শিঘ্রই দ্রুত এই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন এমপি মহোদয়।

তবে নির্মাণ কাজ শুরু করার আগে পূণরায় সাঁকোটির চলাচলে অনুপযোগী হয়ে পরে। ফলে বৃদ্ধ , মহিলা, শিশু সহ পথচারীরা ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। এমতাবস্থায় পূণরায় সাঁকোটি মেরামত করার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। সেই সাথে ব্রিজ নির্মাণের কাজ দ্রুত আরম্ভ করার জোর দাবী করছেন।
পাশাপাশি মোল্লার হাট সড়ক থেকে পাটওয়ারী বাড়ি সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রর্যন্ত রাস্তাটি সংস্কার করার জোর দাবী জানায় এলাকাবাসী।