ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১

 

 

মিলি সিকদারঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ৯ নং ওয়ার্ডে হাকিমুদ্দিন বাড়িতে জমি জমার বিরোধ কে কেন্দ্র করে মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে মোঃ কাঞ্চনের ছেলে মিজানের বিরুদ্ধে। অভিযোগ করে মোঃ মোফাজ্জল (৬০) জানায় মোঃ কাঞ্চন গং দের সাথে দীর্ঘ দিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ চলছিল। কাঞ্চন গংরা মোট ২১৬ শতাংশ জমি সহ আরো ৩০ শতাংশ জমি ভোগ দখল করে। তাদের কোন দলিল পএাদি নেই, এস.এ আর. এস রেকর্ড সূএে জমির মালিকানা দাবি করে।এ বাড়ির সম্পতি নিয়ে কাঞ্চন গং আমাদের নামে একাধিক মামলা করেন। তাই আমি একটি শান্তি ভংঙ্গের আশংকা করে কাঞ্চন গংদের বিরুদ্ধে ১০৭/১১৭ (সি.আর) ধারায় একটি মামলা করি,যার মামলা নং ১১১/২০২১ ইং। এই মামলাটির নোটিশ পাওয়ার পরে মিজানের পরিবার দীর্ঘ দিন অসুস্থ থাকা কাঞ্চন কে ২৫/১১/২০২১ আনুমানিক সকাল ১০ দিকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এসে আমাদের কে হত্যা মামলার হুমকি দেন। একই দিনে কাঞ্চনের ভাই রতনের স্ত্রী হাজেরা বেগম একটি বাগা দিয়ে কাঞ্চনের ঘরের টিনের প্রায় ২০ বার আঘাত করে, তাদের ঘরের সামনের বেড়া ভেঙ্গে ফেলে আমাকে দেখে নেয়ার হুমকি দেয় হাজেরা বেগম। ২৭/১১/২১তারিখে তারা বোরহানউদ্দিন থানা উপস্থিত হয়ে, আমার নামে একটি মিথ্যা হত্যা মামলার অভিযোগ করেন করেন যাহার মামলা নং ১৭/২৩৮। বিষয়টি আমি স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বারকে অবগত করি। সরেজমিনে গিয়ে জানা যায় কাঞ্চনের দুই নাতনি নাহিদা (৮) ও নাঈমা (৫) সাংবাদিকদেরকে জানায় ২৫/১১/২০২১ ইং তারিখে তাদের দাদা কাঞ্চন ধান শুকাতে গিয়ে উঠানে মাথা ঘুরে পড়ে যায়। তারা বলেন কাঞ্চনকে কোন প্রকারে মোফাজ্জল গংরা আঘাত করেনি। এ বিষয়ে কাচিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুর রব গাজী বলেন এ বাড়িতে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে অনেকবার সালিশ হয়েছে। তবে আমার জানামতে মোফাজ্জল কে ফাঁসানোর জন্যে তার প্রতিপক্ষ কাঞ্চন গংরা ওর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির বলেন তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।