মুন্সীগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২২

ওয়াসিম ফারুকঃ মুন্সীগঞ্জে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে লৌহজং উপজেলার ৯টি ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোতালেব শেখ, গাঁওদিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ফকির, খিদিরপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বেজগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা, বৌলতলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক শিকদার, কনকসার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বিদুৎ আলম মোড়ল, হলদিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হক, কুমারভোগ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার, মেদিনীমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান মো. আশরাফ হোসেন।

এ সময় নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানান জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। শপথ গ্রহণকৃত নব নির্বাচিত চেয়ারম্যানগণ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং জনসাধারণকে যথার্থ সেবার মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সাথে জনগনের জন্য ই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন,মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম।