কারিতস’র আয়োজনে দুর্যোগ বান্ধব আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উপকরণ বিতরণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

ভোলার কথা
শহিদুল ইসলাম, মনপুরা প্রতিনিধিঃ সম্পাদক
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৩

শহিদুল ইসলাম, মনপুরা প্রতিনিধিঃ

ভোলা জেলার মনপুরা উপজেলায় কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে দুর্যোগবান্ধব আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উপকরণ বিতরণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল দশটায় উপজেলা অডিটরিয়ামে কারিতাসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা শ্রী অশোক কুমার রয়ের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ জহিরুল ইসলাম।

এসময় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন,মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আব্দুর রহমান রাশেদ মোল্লা,কারিতাস বরিশাল অঞ্চলের পিও-ডিএম সম্রাট সেরাও,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ আশরাফুল ইসলাম, ডিআরআরএন্ডআর প্রোগ্রাম ম্যানেজার মোঃ নাছির উদ্দিন এবং ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ওলি উল্ল্যাহ কাজল।

বক্তব্য শেষে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সেক্রেটারিদের মাঝে দুর্যোগ ঝুকি হ্রাস করতে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।