ভোলার লালমোহনে ওয়ারেন্ট ভুক্ত আসামির নির্বাচনে অংশ গ্রহন”, প্রতিপক্ষ প্রর্থীকে হুমকি
ভোলা প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলার ৮নং রমাগঞ্জ ইউনিয়ন নির্বাচনে ৯নং ওয়ার্ডে নির্যাতিত আওয়ামীলীগ পরিবার এবং উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য পদ প্রার্থী মোঃ ইলিয়াস মাষ্টার মার্কা তালা কে, তার প্রতিদ্বন্দ্বী মোরগ মার্কার মেম্বার প্রার্থী মোঃ কামাল হোসেন হাওলাদার বিভিন্ন ভাবে জীবন নাশের হুমকি প্রধান করেন।
আসন্ন ৮নং রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ-২০২২ ইং নির্বাচনে ৯ নং ওয়ার্ডে তালা মার্কার মেম্বার পদপ্রার্থী মোঃ ইলিয়াস মাষ্টার তার নির্বাচনী প্রচার ও প্রচারণা চালিয়ে নির্বাচনীয় এলাকা চাঙ্গা রেখেছেন।
হঠাৎ করে তার প্রতিদ্বন্দ্বী ওয়ারেন্ট ভুক্ত আসামি যাহার মামলা নং জি আর ৪৩/২০ মোরগ মার্কার মেম্বার প্রার্থী মোঃ কামাল হোসেন হাওলাদার, তালা মার্কার মেম্বার প্রার্থী মোঃ ইলিয়াস মাষ্টার ও তার কর্মীদের ওপর বিভিন্ন ভাবে হুমকি প্রধান করার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ইলিয়াস মাষ্টার জানান, আমি তালা মার্কার মেম্বার প্রার্থী মোঃ ইলিয়াস মাষ্টার আমি আমার নির্বাচনী এলাকায় প্রচার ও প্রচারণা চালিয়ে নির্বাচনীয় এলাকা চাঙ্গা রেখেছি, বর্তমানে ৯ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে থাকায় হঠাৎ করে আমার প্রতিদ্বন্দ্বী ওয়ারেন্ট ভুক্ত আসামি মোরগ মার্কার মেম্বার প্রার্থী মোঃ কামাল হোসেন হাওলাদার আমাকে ও আমার সমর্থকদের বিভিন্ন ভাবে হুমকি প্রধান করে যাচ্ছে। এবং ১৫ জুন ইউপি নির্বাচনে দিন আমার ভোটার দের বিভিন্ন স্হানে বাদা এবং আক্রমন করার আলামত দেখা যায়, তাই আমি প্রশাসনের সার্বক্ষণিক সহযোগিতা কামনা করছি, আরো বলেন এক জন মার্ডার মামলার আসামি হয়ে নির্বাচনে অংশে গ্রহন করে তাছারা কামাল একজন ফেরোয়ারি আসামি হয়ে কি করে নির্বাচনে অংশগ্রহণ করে মানুষকে হুমকি দিচ্ছে ,
আমার প্রতিদ্বন্দী প্রার্থী মোড়গ মার্কা,সে বিভিন্ন ভাবে আমার কর্মীদের হুমকি প্রধান করায় আমার কর্মীদের রক্ষার্থে আমি নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ রাখতে বলেছি, এখন আমি নিরুপায় তাই আমার অবিভাবক ভোলা-৩ আসনের সাংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয় ও ভোলা জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি কামনা করে এর সঠিক বিচারের দাবী জানাচ্ছি।
এ বিষয়ে মোরগ মার্কার মেম্বার প্রার্থী মোঃ কামাল হোসেন হাওলাদার এর সাথে আলাপ কালে তিনি জানান আমি আমার নির্বাচন করছি কোন প্রার্থীর লোক বা ভোটার দের হুমকি দেই নি,তা বিরুদ্ধে মামার বিষয় বলেন রাজনীতি প্রতি হিংসার কারন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার , লালামহন এর সাথে আলাপ কালে তিনি জানান কামাল ওয়ারেন্ট ভুক্ত আসামী হয় বা নির্বাচনী প্রচারণায় কোনরকম বিকৃতি ঘটায় তা হলে তাকে আইনের আওতায় আসতে হবে,