প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, মে ১৯, ২০২৩
ভোলার মনপুরায় ২ নং হাজিরহাট ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণ।
শহিদুল ইসলাম, মনপুরা প্রতিনিধিঃ
মনপুরা উপজেলার ২ নং হাজিরহাট ইউনিয়নে ৮০৮টি ভিজিডি কার্ডের প্রত্যেককে ৪ মাসের ৩০ কেজি করে মোট ১২০ কেজি চাল বিতরণ কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার সকালে চাল বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মনপুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস সেলিনা আক্তার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন ২ নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, ট্যাগ অফিসার মোঃ হারুন অর রশিদসহ সকল ইউপি সদস্যগন।
এবার ২নং হাজিরহাট ইউনিয়ন পরিষদে স্বচ্ছ ভাবে চাল বিতরণ করায় উপভোগিরা অনেক খুশি।