মনপুরায় নতুন ইউএনও’র যোগদান।
মনপুরা প্রতিনিধিঃ
মনপুরা উপজেলায় দীর্ঘ তিন মাস পর নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন আশীষ কুমার।
তিনি বরিশালের গলাচিপা উপজেলায় ইউএনও হিসেবে এর আগে দায়িত্ব পালন করেছিলেন।
সোমবার দুপুরে স্পিড বোর্ডযোগে মনপুরা হাজিরহাট ঘাটে এসে পৌঁছন তিনি। এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
এ সময় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশীষ কুমার কে মনপুরা ঘাট থেকে ফুল দিয়ে বরণ করে নেন ২ নং হাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান জনাব নিজাম উদ্দিন হাওলাদার, ১ নং মনপুরা ইউনিয়ন চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর, মনপুরা থানা অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ, শিক্ষা অফিসার মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য গত ১৮ মে ভারপ্রাপ্ত ইউএনও মোঃ শামীম মিঞা ঢাকার মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ে বদলি হয়ে যান। সেই থেকে মনপুরা ইউএনও ও এসিল্যান্ড এর পদ শূন্য ছিল।