ভোলায় দারুল কুরআন ঈদগাহ্ মাদরাসা’র উদ্দ্যোগে ২ দিনব্যাপী ওয়াজ মাহফিল।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১

 

রাকিব হাওলাদার, ভোলাঃ ভোলা সদর উপজেলার ৫নং বাপ্তা ইউনিয়নে, ইসলামী শিক্ষার সমন্বয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুল কুরআন ঈদগাহ্ মাদারাসা ও এলাকাবাসীর উদ্দ্যোগে আগামী ৪-৫ ফেব্রুয়ারী রোজ- বৃহস্পতি ও শুক্রবার, ৪র্থ তম ২দিনব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
স্থানঃ ঈদগাহ্ ময়দান মুছাকান্দি, বাপ্তা ভোলা।

মাহফিলে সভাপতিত্ব করবেন, আলহাজ্ব হারুন অর-রশিদ। সহকারি অধ্যাপক, আলতাজের রহমান ডিগ্রি কলেজ, ভোলা।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র কোরআন ও হাদিস থেকে মুল্যবান নসিয়ত পেশ করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল্লাহ ফারুক। খলিফা, পীর সাহেব উজানী ও পরিচালক, জামিয়া ইবরাহিমীয়া কুরআনিয়া মাদরাসা, মেঘনা ঢাকা। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে, পবিত্র কোরআন ও হাদিস থেকে মুল্যবান নসিয়ত পেশ করবেন, আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাসান বুখারী। খতিব, বায়তুল আকসা জামে মসজিদ, পটুয়াখালী।

এছাড়া, মাহফিলে আরো অন্যান্য ওলামায়ে কেরামগন পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসির পেশ করিবেন। অতএব মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহনের অশেষ নেকী হাসিল করুন।

আরজগুজার, মাওলানা মোহাম্মদ গোলাম মোর্শেদ, মুহতামিম অত্র মাদারাসা। এবং সৌজন্যে সুমাইয়া শাড়ি বিতান, চক বাজার ভোলা। প্রয়োজনেঃ মোবাইল নাম্বার-০১৭৪৯-১০৫৫৭৮, ০১৭২৪-৭১৬৯২৭