ভোলায় অবৈধ ছানা আটক মালিকদের সাথে আলোচনা সেরে ২০ হাজার টাকা জরিমানা

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

 

ভোলা প্রতিনিধি,,

ভোলা সদর রোডের ঘোষপট্টিতে বিএসটিআইর অনুমোদনবিহীন ছানা রাখার দায়ে খাটি দধি ঘোষ ভান্ডার কে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ছানা রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৪ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮ টার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর বিশেষ অভিযান এই জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহদী ম্যাজিষ্ট্রেট আকিব ওসমান, জেলা ভুমি কর্মকর্তা আবি আব্দুল্যাহ,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা পুলিশের একটি টিম ঘটনা স্থলে উপস্থিত ছিলেন।

উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার বলেন , ঘটনা স্থলে প্রায় ২০০ কেজি ছানা পাওয়া যায় সেই ছানার প্যাকেটের গায়ে বিএসটিআইর অনুমোদন পাওযা যায় নাই।
তিনি আরো বলেন যশোরের ছানা ব্যাবসায়ীকে ফোন করলে তিনি জানান এগুলো শুকুরের দুধের ছানা নয় কিন্তু এগুলো বিভিন্ন বেজাল কম দামি পাউডার ছ্যাকারিং ও ময়দা দিয়ে তৈরি করি।।

এব্যাপরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকিব ওসমান সাংবাদিকদেরকে সরিয়ে দিয়ে অবৈধ ছানার মালিকদের সাথে আলাপ আলোনা সেরে ২০ হাজার টাকা জরিমানা ঘোষনা করেন।