জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীকে ফাঁসাতে নিজ বসতভিটা আগুন
মিলি শিকদারঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুল কাচিয়া ৫ নং ওয়ার্ডের মোঃ হাফেজ (৫০) এর সাথে তার প্রতিবেশীদের দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলছে। সরেজমিনে গিয়ে জানা যায়, হাফেজের প্রতিবেশী মোহাম্মদ জাহাঙ্গীর (৪৯) ও তার স্ত্রী ফাতেমা বেগম জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বিভিন্নভাবে হাফেজের ক্ষতিসাধন করার চেষ্টা চালিয়ে আসছিল। এমনকি হাফেজকে ফাঁসানোর জন্য ফাতেমা পরিকল্পিত ভাবে তার নিজেদের রান্না ঘরে আগুন ধরিয়ে দেয়। এর পরে তিনি চিৎকার দিয়ে বলে হাফেজ ও তারপুত্র শাহীন তার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।এরপরে তিনি বোরহানউদ্দিন থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ করে হাফেজ বলেন বিরোধের জের ধরে গত ০৯/০৪/২২ ইং তারিখে সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় আমার প্রতিবেশীরা দা,ছেনি লাঠি সোটা নিয়ে আমার নতুন ঘরে প্রবেশ করে। এমনকি আমার ফসলি জমি লাউ গাছ, আমের চারা, পেয়ারার চারা বেড়াজাল কেটে আনুমানিক ১০,০০০ টাকার ক্ষতি তারা করে । পরে আমার ডাক চিৎকার শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে হাজির হয়। আমি বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কে জানাই। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানায় আমি একটি লিখিত অভিযোগ করি। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির জানায় বিষয়টি সুষ্ঠু তদন্ত চলছে এবং আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।