বোরহানউদ্দিন কাচিয়া ইউপি ১নং থেকে মাদক ৪ জন ব্যবসায়ী আটক।
ডেক্স নিউজঃ
অদ্য ১২-০৯-২০২১ তারিখ ১৪.২০ ঘটিকায় সময় এস আই (নিঃ)/ মোঃ আবুল হোসেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউপির ০১নং ওয়ার্ডস্থ জনৈক মতিউর রহমান সিকদার এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ সুজন মিঝি(২৩), পিতা-মোঃ মফিজুল হক মিঝি, সাং-কাচিয়া, ০১নং ওয়ার্ড,কাচিয়া ইউপি, ০২।মোঃ শরীফ(২৩), পিতা-মোঃ মিন্টু হাওলাদার, সাং-টবগী, ০২নং ওয়ার্ড, টবগী ইউপি, ০৩। মোঃ তরিকুল ইসলাম ছোটন (২৩), পিতা- মোঃ আজম মিয়াজি, সাং-কাচিয়া, শান্তিপাড়া, ০২নং ওয়ার্ড, কাচিয়া ইউপি ০৪। মোঃ আব্দুল্লাহ ওরফে জুয়েল(২৫),পিতা-আব্দুল আলী, সাং-কাচিয়া,০২নং ওয়ার্ড, কাচিয়া ইউপি,সর্বথানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলাদেরকে ৮০(আশি)পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।