বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ..
শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি: রবিবার (২১ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদায় ভোলার বোরহানউদ্দিনে সারা দেশের ন্যায় ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটিকে ঘিরে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করেন।
রাত ১২:০১ মিনিটে অর্থাৎ ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ১৯৫২ সালের ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ। এরপর পুষ্পাঞ্জলি দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। এর পর একে একে উপজেলা শাখা আ’লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বোরহানউদ্দিন পৌরসভা, বোরহানউদ্দিন থানা, যুব লীগ, ছাত্র লীগসহ অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান পুষ্পাঞ্জলি দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন (বিপিএম) প্রমুখ।
পরে আমন্ত্রিত অতিথিরা রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।