প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুন ২৮, ২০২২
ভোলার দৌলতখানে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা পুকুরে পড়ে যাত্রীর মৃত্যু।
ইশতিয়াক আহমেদ স্টাফ রিপোর্টারঃ
ভোলার দৌলতখানে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে রিকশায় থাকা কুলসুম (৪৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮জুন) উপজেলার পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুলসুম বেগম দৌলতখান পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বেরিবাঁধে থাকেন। নিহতের পরিবার স্বজনরা জানান, নিহত কুলসুম পৌরসভা বেড়িবাঁধ এলাকা থেকে আবুল কাশেম নামে এক ব্যক্তির রিকশা যোগে উপজেলার পাটোয়ারি বাড়ির সামনে পৌছেন। এসময় রিকশাটি অন্য রাস্তার মোড়ে ঘুরতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ পাশের একটি পুকুরে পড়ে যায় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৌলতখান থানা (ওসি) তদন্ত শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয় মামলার প্রস্তুতি চলছে।