ঈদুল ফিতর উপলক্ষ্যে নগদ অর্থ বিতরণ করেন সাংসদ মুকুল
এম, এ মান্নানঃ পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল ১৫,০০০ নেতা কর্মীসহ অস্বচ্ছল মানুষের মাঝে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেন। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিজ সংসদীয় এলাকায় বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং নগদ অর্থ বিতরণ অব্যাহত রাখেন।
৩০ এপ্রিল, শনিবার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নে হালিমা খাতুন মহিলা কলেজ মাঠে আওয়ামী লীগ ও অংশী সংগঠনের নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ কালে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, উপহার কখনও দামী হয়না, একটা উপহারের চেয়ে সম্পর্ক কোনো অংশে কম নয়। আপনাদের সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ভালোবাসা। এ বন্ধুত্ব অটুট থাকবে, এটাই আমি বিশ্বাস করি। রোজার শেষ অংশে তিনি ঈদের শুভেচ্ছা জানান এবং সবার জন্য অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলে উত্তর জয়নগর ইউপি চেয়ারম্যান বশির আহমেদ সরদার, সাবেক ইউপি চেয়ারম্যেন ইয়াছিন লিটন এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।