প্রধানমন্ত্রীর উপহার নৌ-অ্যাম্বুলেন্স হচ্ছেনা ব্যবহার, দুর্ভোগে চরাঞ্চলের রোগী

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২১

 

নিউজ ডেস্ক

বাংলাদেশের বিচ্ছিন্ন দ্বীপজেলা ভোলা। ভোলা জেলার সাথে অন্য জেলার যোগাযোগের মাধ্যম নৌপথ।

ভোলার মানুষের চিকিৎসা ক্ষেত্রে অগ্রগতির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নৌ-এ্যাম্বুলেন্স।

সরজমিন দৌলতখান উপজেলা থানা সংলগ্ন খাল পাড়ে দেখতে গেলে দেখা যায়, অযত্ন ও ব্যবহার না করার ফলে নৌ এ্যাম্বুলেন্সটি এখন বিকল হয়ে পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে ভেতরে ময়লা-আবর্জনা জমে এটি এখন নষ্ট হয়ে গেছে। এ ছাড়া নৌ-অ্যাম্বুলেন্সটির সামনের দুটি গ্লাস ভেঙে গেছে।

দৌলতখান উপজেলার চরাঞ্চলবাসীর জরুরি স্বাস্থ্যসেবার জন্য ওই নৌ-অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়। কিন্তু সেটি তিন বছরেও চালু হইনি।

নৌ-এ্যাম্বুলেন্স থাকার পরেও চরাঞ্চলের জনগণ সমস্যায় পড়তে রোগী আনা নেওয়া করতে। ছোট ছোট নৌকা বা ট্রলারে ঝুকি নিয়ে আনতে হচ্ছে রোগী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার মদনপুর হাজীপুর ইউনিয়নসহ চরাঞ্চলের মানুষের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০১৮ সালে নৌ-অ্যাম্বুলেন্সটি উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু অযত্নে আর অবহেলায় গত তিন বছর ধরে নৌ-অ্যাম্বুলেন্সটি দৌলতখান থানা সংলগ্ন মেঘনা নদীর পাড়ে পড়ে আছে।

এ বিষয়ে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান আমাদের সময়কে বলেন, ‘এ বিষয়ে আমাদের কিছু করার নেই। চালক ও জ্বালানির ব্যবস্থা না হলে এটার কোনো কাজ নেই।’