দৌলতখানে কাব ও স্কাউটস সদস্যদের আর্থিক সহায়তা
মোঃইসমাইল, বিশেষ প্রতিনিধি
ভোলার দৌলতখানে কোভিড-১৯ এর কারণে (৩০ জন) কাব ও স্কাউটস সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী।
আজ ৩১ মে (সোমবার) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে এ বিতরন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস দৌলতখান উপজেলা শাখার ব্যবস্থাপনায় দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, মহুয়া আফরোজ সহকারী কমিশনার (ভূমি), দৌলতখান, ভোলা। ভোলা জেলা স্কাউট সম্পাদক জাকির হোসেন তালুকদার, দৌলতখান উপজেলা স্কাউটস সম্পাদক এম এ তাহের।
এসময়, আরো উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, আমরা সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি ও সুশীল সমাজের সহযোগিতা নিয়ে ভোলা জেলাকে একটি সুন্দর রূপে রূপান্তর করতে চাই।