দৌলতখানে জাটকা ভর্তি (চাপিলা ইলিশ) সহ ট্রলার আটক

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, মে ২৪, ২০২১

 

মোঃ ইসমাইল, বিশেষ প্রতিনিধি:

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা (চাপিলা ইলিশ) শিকারের দায়ে ভোলার দৌলতখানে একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে। এসময়ে নৌকা থাকা জেলেরা নদীতে ঝাঁপিয়ে পালিয়ে যায়। ২৪ মে (সোমবার) বেলা সাড়ে ১০ টায় উপজেলা সহকারি কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) মহূয়া আফরোজ ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন সুবেদার মোর সংলগ্ন মাছ ঘাঁটে এ অভিযান পরিচালনা করেণ। এসময় বিপুল পরিমান অবৈধ মশাড়ি জাল উদ্ধার করা হয়। অভিযান শেষে অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন জানান, মৎস্য সংরক্ষন আইন ১৯৫০ অনুযায়ী ইঞ্জিন চালিত নৌকাটি জব্দ করা হয়েছে, এবং মাছগুলো দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। ট্রলারটি নিলামে তোলা হবে।

অপরদিকে, রোববার মধ্যরাতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন’র বিশেষ অভিযানে, এফবি মা-বাবা ও এফবি নোমান নামের ২টি সামুদ্রিক ট্রলার জব্দ করা হয়। ফিসিং বোট সামুদ্রিক মৎস্য আইন ২০২০ লঙ্ঘন করায় উভয় ট্রলারকে ১৫ হাজার টাকার করে জরিমানা করা হয়েছে।