প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, মে ১৩, ২০২১
দৌলতখানে ঈদ সামগ্রী বিতরণ করলো “উত্তরণ”
জায়েদ আল সাবিত, দৌলতখান
আজ ১৩ মে (বৃহঃস্পতিবার)পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লকডাউনে বিপর্যস্ত দিনমজুর অসহায় পরিবারকে সহায়তার লক্ষ্যে “ঈদ সামগ্রী বিতরণ” কর্মসূচী হাতে নেয় দৌলতখানের সামাজিক সংগঠন “উত্তরণ”। এই কর্মসূচির আয়তায়, ঈদের খুশি ছড়িয়ে দিতে দৌলতখানের ১৫ টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। দৌলতখান উপজেলা ইঞ্জিনিয়ার জনাব মাইদুল ইসলাম খানের দিক নির্দেশনায় কর্মসূচি বাস্তবায়ন করেন ইঞ্জিনিয়ার তানজির হোসেন, ইঞ্জিনিয়ার রিয়াদ মাহমুদ,আসিফ, জায়েদ আল সাবিত, আশিকুন নবী,মোখতার হোসেন, তারেক রহমান, রাজু প্রমুখ। প্রতিটি পরিবারকে ১ কেজি গুড়োচাল,১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই,২ প্যাকেট নুডলস, গুঁড়ো দুধ, বাদাম ও কিসমিস প্রদান করা হয়।