প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, মে ৭, ২০২১
বয়স সবে মাত্র ১৬ এর কাছাকাছি!
ডেক্স রিপোর্টঃ
পরিবারের উপার্জনের জন্য রিক্সা নিয়ে বের হয়েছিল প্রতিদিনের মতোই।
শুক্রবার রাত ৮ টার কিছু সময় পরে রিক্সা নিয়ে বাংলাবাজার থেকে দৌলতখানে ফেরার সময় হালিমা খাতুন কলেজ সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর কবলে পরে শান্ত।
ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দেয় তার। মুমূর্ষু অবস্থায় তাকে ভোলা সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২ টায় মিজানুর রহমান (প্রতিবন্ধী) রোগীকে নামিয়ে দিয়ে, বোরাকটি এপ্যালো হসপিটালের সামনে রেখে নামাজ পরতে গেলে দুই জন চোর মিলে বোরাকটি চুরি করে নিয়ে যায়।
উপার্জনের একমাত্র বোরকাটি হারিয়ে কান্নায় ভেঙে পরে সেই প্রতিবন্ধী মিজানুর রহমান।
ভোলা এইগুলা কি শুরু হয়েছে?
এইসব চোর এবং ছিনতাইকারীদের কে শিগগিরই গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।