কোভিড-১৯ প্রতিরোধে পুলিশের প্রচারণা র্যালি
দৌলতখান প্রতিনিধি : ‘মাস্ক পড়ার অভ্যাস করুন ,কোভিড মুক্ত বাংলাদেশ গড়ুন’ এ শ্লোগানকে সামনে রেখে দৌলতখানে করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে প্রচারণা র্যালি বের করা হয়েছে।
আজ রোববার (২১শে মার্চ) সকাল ১০টায় দৌলতখান থানা চত্বর থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালীতে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ সদস্যরা অংশ নেয়।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, সারাদেশের ন্যায় দৌলতখানে যতদিন পর্যন্ত সাধারণ মানুষ স্বাস্থ্য বিধি মেনে না চলবে, ততদিন পর্যন্ত পুলিশের এ প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও পথে-ঘাটে চলাচলে মানুষকে স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করবে পুলিশ। ইতিপূর্বেও করোনার এ দুর্যোগে প্রশাসনের পাশাপাশি থানা পুলিশ স্বাস্থ্যবিধি মেনে চলতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।